Skip to main content

Posts

সর্বশেষ সংবাদ⤵️

আপনার মাঝে যে কাজ গুলো থাকলে নিজেকে ব্যক্তিত্ববান মানুষ হিসাবে বুঝবেন…

আপনার মাঝে যে কাজ গুলো থাকলে নিজেকে ব্যক্তিত্ববান মানুষ হিসাবে বুঝবেন… কাজ গুলো হচ্ছে: ১/ আগে সালাম দিন। ২/ হাঁসিমুখে কথা বলুন। ৩/ শুনুন বেশি, বলুন কম। ৪/ তামাসার ছলেও মিথ্যা বলবেন না। ৫/ কথা দিলে কথা রাখার চেষ্টা করুন।  ৬/ ভুল হলে বিনয়ের সাথে সরি বলুন।  ৭/ অকারণে হাঁসবেন না। ৮/ ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন।  ৯/ আগে অন্যের কথা শুনুন, পরে নিজে বলুন।  ১০/ অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। ১১/ কারো কাছে শ্রেষ্টত্ব প্রকাশ করবেন না।  ১২/ রাগ নিয়ন্ত্রণে রাখুন।  ১৩/ কেউ ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।  ১৪/ ছোট বড় সবাইকে সম্মান করুন।  ১৫/ পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন।  ১৬/ পারলে খাওয়ান, জোর করে খাবেন না। ১৭/ খাবার সামনে এলে আগে অন্যকে দিন।  ১৮/ মুখ ও শরীর দুর্গন্ধ মুক্ত রাখুন।  ১৯/ চরিত্র সুন্দর রাখুন।  ২০/ নিজেকে সবসময় ছোট ভাবুন, ব্যবহারে নম্রতা দেখান । উপরোক্ত কাজ গুলো আপনার মাঝে থাকলে আপনি একজন আসল ব্যাক্তিত্ববান মানুষ… এই কাজ গুলো শুধু ব্যাক্তিত্ববান কেই প্রকাশ করে নাহ, এগুলো দ্বারা আপনি মানুষ এবং আল্লাহর কাছে প্রিয় একজন ব্যাক্তি হিসাবে পরিচিত হবেন…এবং সৃষ্টার প্রিয় হয়ে উটবে
Recent posts

যারা গান বাজনা শুনেন বা কানে ইয়ারফোনের মাধ্যমে শুনেন তাদের জন্য কিছু ভয়াবহ গুুত্বপূর্ণ কথা…

যারা গান বাজনা শুনেন বা কানে ইয়ারফোনের মাধ্যমে শুনেন তাদের জন্য কিছু ভয়াবয় গুুত্বপূর্ণ কথা…  ১| ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন’। ( বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত হা/৪৫০৩; বাংলা মিশকাত ৮ম খণ্ড হা/৪৩০৪) ২| আবু ওমামা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম।  (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০) নাফে‘ (রাঃ) থেকে বর্ণিতঃ একদা ইবনু ওমর (রাঃ) বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তাঁর দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে’ তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞ

জেনে নিন কোন কাজ গুলো আপনার সাথে হলে বুঝবেন আপনার ওপর আল্লাহর রহমত নাযিল হচ্ছে…

জেনে নিন কোন কাজ গুলো আপনার সাথে হলে বুঝবেন আপনার ওপর আল্লাহর রহমত নাযিল হচ্ছে… 22 টি কাজ নিম্নে দেওয়া হলো… ১. নিজের দোষ নিজে দেখতে পারলে। ২.নামাজ কোন কারনে কাজা হলে আপনার মন খারাপ লাগলে। ৩.নিজের কৃতকর্মের কথা, নিজের অতীত ভুলে মনে পরলে যদি আপনার চোখ দিয়ে পানি ঝরে। ৪.বাবা মায়ের খেদমত করতে পারলে এবং করতে পেরে নিজের মন খুশি হলে। ৫.পর্দা ছাড়া বাইরে যেতে মন না চাইলে । ৬.খারাপ কাজ করতে গেলে যদি এই ভয়ে ছেড়ে দেন যে এটার জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে।আমার এই খারাপ কাছ থেকেও না দেখলেও আল্লাহ দেখছেন । ৭.যৌবনকালে আল্লাহর ইবাদত করতে পারলে । ৮.আল্লাহকে খুশি করার জন্য যদি কোন কাজ করতে পারেন । ৯.দান সদকা করতে পারলে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য । ১০.নামাজ পড়তে যদি আপনার খুব ভালো লাগে । ১১.বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন এই ভেবে যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। দুখের পরে সুখ পাব ইনশাআল্লাহ । ১২.যদি রমজান মাস তাকে কাজে লাগাতে পারেন । ১৩.যদি আপনার মনের কথাগুলো আল্লাহকে বলতে ভালো লাগে । ১৪.যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন । ১৫.আল্লাহর ভয় যদি যিনা না করেন । ১৬, গভীর রাতে ঘুমানোর আগে যদি দোয

ফজরের নামাজ পড়লে আটটি জিনিস আপনার জন্য অপেক্ষমান, জেনে নিন…

  ফজরের নামাজ পড়লে আটটি জিনিস আপনার জন্য অপেক্ষমান, জেনে নিন… (১) ফজরের নামাজে দাড়ানো, সারা রাত দাড়িয়ে নামাজ পড়ার সমান। হাদীস : যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো । ’ (মুসলিম শরিফ) (২) ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। হাদীস:যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে।’ (মুসলিম ৬৫৭) (৩) সরাসরি জান্নাত প্রাপ্তি- হাদীস: ‘যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর।’ (বুখারী) (৪) রিজিকের বরকত আসবে- আল্লামা ইবনুল কাইয়িম রহ. বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাঁধা দেয়। কেননা তখন রিজিক বন্টন করা হয়। (৫) ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে- হাদীস: ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ।’ (তিরিমিযি) (৬) সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে- হাদীস: তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের

১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি…

  ১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি… কাফির বা কাফের (‎كافر - kafir‎‎) একটি আরবি শব্দ, যা আরবি কুফর ‎( ‎‏كفّار - kuffār‎‎) ধাতু থেকে আগত, যার শাব্দিক অর্থ হল ঢেকে রাখা, লুকিয়ে রাখা এবং এর ব্যবহারিক অর্থ হল অবাধ্যতা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা। ইসলামী শরীয়তের পরিভাষায় কুফর ঈমানের বিপরীত। আর তা হল আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না রাখা, চাই তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হোক কিংবা না হোক, বরং তা যদি সন্দেহ ও সংশয় প্রসূতও হয়ে থাকে, কিংবা ঈর্ষা ও অহংকারবশতঃ বা রিসালাতের অনুসরণ থেকে ফিরিয়ে রাখে এমন কোনো প্রবৃত্তির অনুকরণবশতঃ ঈমান থেকে দূরে সরে থাকার কারণেও হয়ে থাকে। কুফরী বাক্য গুলো নিম্ন রূপ: ১. আল্লাহও লাগে ইল্লাও লাগে। ২.তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী) ৩.কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?) ৪.মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? (মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ) ৫.মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। (এটি ইসলামের নামে কটুক্তি করা) ৬.লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা। (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে

মানুষের মাঝে কম কথা বলা নিয়ে কিছু কথা

  মানুষের মাঝে কম কথা বলা নিয়ে কিছু কথা কথা কম বলা মুমিনের অন্যতম একটি মহৎ গুণ। কম কথা বলার অনেক উপকার রয়েছে, এর মধ্যে অন্যতম হলো এতে মানুষ পাপ মুক্ত থাকে। কেননা বেশিরভাগ পাপ হয় বান্দার মুখ ও লজ্জাস্থান থেকে। আমরা যখন কোনো স্থানে বা কোনো ব্যক্তির সাথে কথা বলতে যাবো , তখন যেনো কম কথা বলি। কেননা এমন ও হতে পারে, অতিরিক্ত কথা বলায়, কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে । এতে করে আমাদের মানসম্মানের ঘাটতিও হতে পারে। এ জন্য আল্লাহ্ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কথা বলা নিয়ে কিছু নির্দেশনা দিয়েছেন…সংক্ষেপে তুলে ধরা হলো… আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,  ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে উপহাস করে, মানুষকে অভিশাপ দেয়, অশ্লীল কথা বলে এবং যে বাচাল। -তিরমিজি বেশি কথা বলার কারণে আমরা খুব সহজেই গুনাহে লিপ্ত হয়ে যাই। গীবত,পরনীন্দা,হিংসা, মারামারি এবং ঝগড়া-বিবাদ এগুলো সব আমরা বেশি কথা বলার কারণে করি।  হাদিসে আরও ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে- অন্যথায় চুপ থাকে। অন্য হাদিসে বলা হয়েছে, যে চুপ থাকে সে মুক্তি পায়। ইসলামিক

জিহ্বা দ্বারা যে ১৯টি গোনাহের কাজ সংঘটিত হয়

  জিহ্বা দ্বারা যে ১৯টি গোনাহের কাজ সংঘটিত হয়  ১) কাউকে খারাপ নামে ডাকা/নাম ব্যঙ্গ করা। ২) কারো সাথে ঠাট্টা বা বিদ্রূপ করা। ৩) অশ্লীল ও খারাপ কথা বলা। ৪) কাউকে গালি দেয়া। ৫) কারও নিন্দা করা। ৬) কাউকে অপবাদ দেয়া। ৭) চোগলখুরী করা। ৮) বিনা প্রয়োজনে কারো গোপনীয়তা ফাঁস করে দেয়া। ৯) মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা। ১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা। ১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা। ১২) কারও গীবত করা। ১৩) কারো খারাপ উপনামে ডাকা। ১৪) কাউকে অভিশাপ দেয়া। ১৫) মিথ্যা স্বপ্ন বলা। ১৬) অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা। ১৭) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া। ১৮) জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো। ১৯) কোনো কথা নিশ্চিত না হয়ে অন্যের কাছে বলে বেড়ানো। জিহ্বা সম্পর্কিত একটি ছোট হাদীস: *সাহাল ইবনে সায়াদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, 'যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।' (বুখারী : ৬৪৭৪)

পথের কাঁটা সরালে কি কি লাভ হবে জেনে নিন…

  ❏ —পথের কাঁটা সরালে কি কি লাভ হবে জেনে নিন…   রাস্তায় পথ চলতে গিয়ে অনেক সময় কষ্টদায়ক বস্তু নজরে পড়ে, কিন্তু অনেকেই মনে করি এটা তো দায়িত্বশীলদের কাজ, তারা করবে। আসলে এটা প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব। ঈমানেরও দাবি এটি। আল্লাহর রাসুল (সা .) বলেছেন, ❛ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে, এসবের মধ্যে সর্বোত্তম শাখা ❛লা-ইলাহা ইল্লাল্লাহ❜ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।❜ __________[(মুসলিম-(৩৫)] আল্লাহর রাসুল (সা.) একবার আবু জর গিফারিকে (রা.) উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ❛মানুষের চলাচলের পথ থেকে পাথর, কাঁটা, হাড্ডি সরানো ইত্যাদিতেও রয়েছে সদকার সওয়াব।❜ __________(তিরমিজি-(১৯৫৬)] রাস্তা থেকে প্রতিবন্ধক দূর করার পুরস্কার সম্পর্কে সহিহ মুসলিমে একটি ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর রাসুল (সা.) বলেন, আমি এক ব্যক্তিকে জান্নাতের গালিচায় গড়াগড়ি খেতে দেখলাম (অর্থাৎ শান্তি ও আরামের সঙ্গে সুখময় জীবন কাটাচ্ছে সে)। এর কারণ হচ্ছে- মানুষের চলাচলের পথে একটি গাছ ছিল, যার কারণে সাধারণের চলাচলে কষ্ট হচ্ছিল। এই ব্যক্তি তা কেটে চলাচলের পথ প্রতিবন্ধকতামুক্ত করেছিল। ফলে আল্লাহ খুশি হয়ে তাকে জান

সন্তানকে গালিগালাজ অথবা অভিশাপ দিলে কি ক্ষতি হয়…জেনে নিন…

  সন্তানকে গালিগালাজ অথবা অভিশাপ দিলে কি ক্ষতি হয়…জেনে নিন… সন্তান যতই দুষ্টামি করুক, তাদেরকে অভিশাপ দেওয়া এবং গালিগালাজ করা থেকে বিরত থাকুন! না হলে বিপদ আসবেই! সাবধান! সকল মা-বাবা এবং সব অভিভাবকদের জন্য জানার, বোঝার এবং মেনে চলার বিষয়!!  সন্তান যতই ভুল করুক তাদের জন্যে সব সময় ভালো দু'আ কামনা করা আমাদের সবার দায়িত্ব!!   ⇛কেননা.....    ➤আপনি রাগ হয়ে বললেনঃ "মর তুই" ফেরেশতা বললেনঃ "আ-মীন!"   ➤ আপনি রাগ হয়ে বললেনঃ "তোর ভবিষ্যৎ অন্ধকার!" ফেরেশতা বললেনঃ "আ-মীন!"  ➤আপনি রাগ হয়ে বললেনঃ"তোর মুখ দেখতে চাই না!" ফেরেশতা বললেনঃ "আ-মীন!"    ➤আপনি রাগ হয়ে বললেনঃ "জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না!" ফেরেশতা বললেনঃ"আ-মীন!"   ➤ আপনি রাগ হয়ে বললেনঃ " মরার সময় তো পানি পাবি না!" ফেরেশতা বললেনঃ "আ-মীন!"  আপনি রাগ হয়ে বললেনঃ "তুই তো ফেল নিশ্চিত!" ফেরেশতা বললনঃ "আ-মীন!"  ➤আপনি রাগ হয়ে বললেনঃ "আমার লাশ দেখবি!" ফেরেশতা বললেনঃ "আ-মীন!"   -------এধরণের সকল কথার শেষে ফের

আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন সিগারেট ছাড়বেন কি নাহ…

  আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন সিগারেট ছাড়বেন কি নাহ… আল্লাহ পাক বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫] 🟢 ★ সিগারেট নেশাজাতীয় জিনিস। - নবী করিম (সাঃ) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩] 🟡 ★ কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। - রাসূল (সাঃ) বলেছেন:- “যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১] 🟢 ★ সিগারেট অপবিত্র জিনিস। - আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭] 🟣 ★ সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়। - আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭] 🟠 ★ সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়। - রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী] 🟤 ★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।  - জাহান্নামীদের খাবার প্রসঙ্গেআল্লাহ পাক  বলেন, “এটা তাদের পুষ

পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এসএসসি পরীক্ষার্থি

  পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এসএসসি পরীক্ষার্থি পিকচার কালেক্ট এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলেই মৃত্যু হয়েছে এক পরীক্ষার্থীর। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম প্রপারলি হাগিদক (১৭)। সে উপজেলার মধুকুড়া গ্রামের সন্তোষ স্রংয়ের মেয়ে। উপজেলার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন । বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ স্রং । তিনি জানান, গতকাল একজন এসএসসি পরীক্ষার্থী হলে এসে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স থেকে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার প্রায় শেষপর্যায়ে আবারো সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা রক্তশূন্যতা থেকে তার মৃত্যু হয়েছে। আরো অনেক পরীক্ষার হলে এরকম ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সাড়ে ৬ কোটির বেশি হাফেজ রয়েছে সারা বিশ্বে

  সাড়ে ৬ কোটির বেশি হাফেজ রয়েছে সারাবিশ্বে ছবি সংগৃহীত হাফেজ বলতে ইতি মধ্যে সবারই জানা আছে।হাফেজ বলতে বুঝানো হয়, যার সমস্ত কোরআন মুখস্থ আছে। সারাবিশ্বে হাফেজে কোরআনদের বেশ সম্মানের চোখে দেখা হয়, সম্মান করা হয়। কোরআন ব্যাতীত পৃথিবীতে আর কোনো বই কী আছে, যার শুরু থেকে শেষ অবধি কেউ মুখস্থ করেছেন? মনে হয় নেই, কারণ তা সম্ভব নয়। কিন্তু বিশ্বে পবিত্র কোরআনের সাড়ে ৬ কোটিরও বেশি সংখ্যক হাফেজ রয়েছেন বলে জানিয়েছে একটি জরিপ সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এটা একটি মতামতভিত্তিক জরিপ। জরিপের ফলাফল প্রকাশের সময় সংস্থাটি আরও জানিয়েছে। প্রতিদিন এ সংখ্যা বেড়ে চলেছে। আর এমন মানুষ আছেন, যারা কোরআন মুখস্থ করেছেন, কিন্তু প্রকাশ করেননি। ৪-৫ বছর বয়সের শিশু থেকে শুরু করে, নারী, যুবক, অন্ধ এমনকি বৃদ্ধরাও ত্রিশপারার বিশাল কিতাব পুরোপুরি মুখস্থ করেছেন, অনেক অমুসলিমও কোরআন মুখস্থ করেছেন। কোরআন ব্যতীত এমন নজির আর আছে কি? এটা আল্লাহর কালাম কোরআনের অলৌকিকতা আর কী হতে পারে? পৃথিবীর সমস্ত ছাপা কোরআন, রেকর্ড, ক্যাসেট, হার্ডডিস্ক ইত্যাদি ধ্বংস করে ফেললেও এর কপি হাফেজদের কাছ থেকে সহজেই পাওয়া যাবে। অন্যকোনো গ্রন্থের এমনটি অসম্ভ

আবার চালু হতে যাচ্ছে মেগাবাইট ছাড়া ফেসবুক আর মেসেঞ্জার, পাঠানো যাবে ফ্রি টেক্সট ছবি ব্যতীত

আবার চালু হতে যাচ্ছে মেগাবাইট  ছাড়া ফেসবুক  আর মেসেঞ্জার, পাঠানো যাবে ফ্রি টেক্সট ছবি ব্যতীত শুরু হতে যাচ্ছে,  মোবাইলে মেগাবাইট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক আর মেসেঞ্জার ব্যবহার করে টেক্সট পাঠানো যাবে।কিন্তু কোনো প্রকার ছবি পাঠানো যাবে নাহ। এ সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক , মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি। পাশাপাশি ফোনের ব্যাপক ব্যাবহার যোগ্য অ্যাপস ফেসবুক লাইট & অফিসিয়াল ফেসবুক ফ্রি তেই চালানো যাবে।এবং মেসেঞ্জার এ টেক্সট করা যাবে কিন্তু ছবি আদান প্রদান করা যাবে নাহ। মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন। বিটিআরসি

২০২২ সালের এসএসসি হবে এপ্রিলে এবং এইচএসসি হবে জুনে…

২০২২ সালের  এসএসসি হবে  এপ্রিলে এবং এইচএসসি হবে জুনে…  আগামী ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। দুটি পরীক্ষাই হবে সীমিত বা সংক্ষিপ্ত সিলেবাসে। এছাড়া চলতি বছরের মতোই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রম্নপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য বিষয়গুলো অ্যাসাইমেন্টভিত্তিক মূল্যায়ন করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, আগামী বছরের শুরুতেই গ্রম্নপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দেওয়া হবে এবং তারই ভিত্তিতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। পুনর্বিন্যাসকৃত সিলেবাস শেষ করেই এপ্রিলে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এবং ঢাকা বোর্ড সচিব তপন কুমার সরকার মঙ্গলবার যায়যায়াদিনকে বলেন, নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি এবং স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলবে। ফেব্রম্নয়ারিতে তাই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এছাড়া পরীক্ষার আগে শিক্ষার্থীদে

যে উপদেশ গুলো নাহ জানলে নয়

  সন্তানের প্রতি হযরত লুকমানের অমূল্য উপদেশ ১. দুনিয়া একটি গভীর সমুদ্রের মতো; যাতে বহু লোক ডুবে আছে। তুমি দুনিয়ার ঐ সমুদ্রে তাকওয়াকে কিস্তি বানাবে, যাতে ঈমান বোঝাই থাকবে; যার পাল হবে আল্লাহর ওপর তাওয়াক্কুল। তাহলে হতে পারে তুমি ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে; অন্যথায় তুমিও রেহাই পাবে না। ২. যার নফস তার নিজের জন্য উপদেশকারী হবে সে আল্লাহর হেফাজতে থাকবে। যে নিজে মানুষের মাঝে ইনসাফ করে আল্লাহ তার ইজ্জত বৃদ্ধি করেন। আল্লাহর আনুগত্য করতে গিয়ে যে পরিমাণ অপদস্ত হয় আল্লাহ তার সেই পরিমাণ ইজ্জত বাড়িয়ে দেন। ৩. সন্তানকে আদব-আখলাক শিক্ষা দেওয়ার জন্য প্রহার করা এমন জরুরি যেমন জমির জন্য পনি। ৪. বৎস! ঋণ করা থেকে বিরত থাকো; কারণ ঋণ দিনে আনে অপমান রাতে আনে পেরেশান। ৫. বৎস! আল্লাহর ওপর এতো বেশি আশা রাখো যাতে নাফরমানির কারণে ধরা না খাও। আর তাঁকে এতো বেশি ভয় করো যাতে রহমত থেকে নিরাশ না করে। ৬. যে ব্যক্তি মিথ্যা বলে তার চেহারা থেকে সৌন্দর্য চলে যায়। যার চরিত্র নষ্ট হয়ে যায় তার পেরেশানি বেড়ে যায় এবং বিরাট পাথর সরানো অনেক সহজ অবুঝকে বুঝানোর চেয়ে। ৭. বৎস! আমি বড় পাথর, লোহা এবং অসম্ভব ভারি জিনিসের বোঝা বহন করেছি কিন

পাটুরিয়ায় ফেরী দূর্ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

  পাটুরিয়ায় ফেরী দূর্ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরী শাহ আমানত দূর্ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ফেরী দুর্ঘটনার কারণ ও ফেরীর মানোন্নয়ন সংক্রান্ত সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)’র রো রো ফেরী শাহ আমানত আজ সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড়ার পরে একদিকে কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরীতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। ফেরী দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দূর্ঘটনা রোধকল্পে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির আহ্বায়ক হলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মনিকগঞ্জ জেলা স্থানীয় সরকারের প্রতিনিধি, বুয়েটের নেভাল আর্কিটেকচা

রংপুরে হামলা: ‘অপপ্রচার চালিয়ে আলোচনায় আসতে চেয়েছিল সৈকত’

রংপুরে হামলা: ‘অপপ্রচার চালিয়ে আলোচনায় আসতে চেয়েছিল সৈকত’ টঙ্গী থেকে গ্রেফতার দুই যুবক রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগে ঘটনায় লোকজন জমায়েত এবং তাদের উত্তেজিত করার কাজে সরাসরি জড়িত ছিলেন। র‌্যাব বলছে, গ্রেফতারকৃত দুই যুবকের একজন সৈকত মন্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আলোচনায় আসতে চেয়েছিল। তবে আগেই গ্রেফতারকৃত পরিতোষ এবং উজ্জ্বলের নিজেদের দ্বন্দ্বের কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। সৈকত মন্ডল এবং রবিউল ইসলামকে শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর পাশে টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। তাদের নিয়ে করা সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত সৈকত মন্ডল রংপুরে একটি কলেজের স্নাতকের শিক্ষার্থী। আর রবিউল ইসলাম ঘটনাস্থলের পাশের একটি মসজিদের মুয়াজ্জিন। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এমনকি এ ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়েও তথ্য দিয়েছে

তিস্তার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে,রেড অ্যালার্ট জারি

তিস্তার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে,রেড অ্যালার্ট জারি বাংলাদেশের লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে, ভেঙে গেছে ব্যারাজের ফ্লাড বাইপাস সড়ক, এলাকায় রেড এলার্ট জারি।বিদ্যুতের ৮ টি পোল ভেঙ্গেছে। তাই বিদ্যুত বিচ্ছিন্ন।। লালমনিরহাটের সাথে নিলফামারীর যোগাযোগ বিচ্ছিন্ন।।   এদিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন বন্যায় চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।। ভেঙ্গে গিয়েছে তিস্তা বাইপাস সড়ক,, 🚦বন্দ হয়ে গিয়েছে সকল ধরনের যান চলাচল,জনগন বিপর্যয়ে চরম হুমকির মুখে অবস্থান করতেছে। বন্যা প্লাবিত এলাকায় অনেক মানুষের ঘর বাড়ি পানিতে ডুবো ডুবো..অনেকে আশ্রয়হীন হয়ে পড়ছে,,গরু-ছাগল ,হাস - মুরগী  নিয়ে মানুষের হাহাকার... সময় যত এগিয়ে যাচ্ছে বন্যার পানি ও বেড়েই চলছে,।

হেমন্তকালীন বন্যা তিস্তা ব্যারেজ

বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে অসময়ে বন্যা বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে এখন বিপদসীমার  ৫০ সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  ভারতে তিস্তা নদীর উপর নির্মিত ব্যারাজের কয়েকটি গেট খুলে দেয়ায় ২৫২০০০ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। হলুদ সতর্কতা জারী।  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিঙ্গিমারী, পাটিকাপাড়া, সিন্দুর্না, ডাউয়াবাড়ী ইউনিয়নগুলোর অংশবিশেষ অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে অসংখ্য করা যাচ্ছে। হেমন্তকালীন বন্যা থেকে আল্লাহ সকলকে রক্ষা কর।

মাওলানা তারিক জামিল সাহেবের অমূল্য কয়েকটি খাছ নসিহত

  মাওলানা তারিক জামিল সাহেবের অমূল্য কয়েকটি খাছ নসিহত চার জায়গাতে ৪ জিনিসের হেফাজত করা খুবই জরুরী, ১.মজলিসে জবানের ২.বাজারে চোখের ৩.দস্তারখানায় পেটের ৪. নামাজে দেমাগের। . আরো বললেন, ৪টি জিনিস যা খুবই সর্তকতার সাথে সর্বাবস্হায় হেফাজত করা ফরজ, ১.চোখের হেফাজত ২.জবানের হেফাজত ৩.কানের হেফাজত ৪. দ্বীলের হেফাজত (শিরিক থেকে পাক রাখা) . গল্পের মধ্যখানে একবার বললেন , আমার শায়েখ হযরতজী হাজী ছাহেব দাঃবাঃ বলেছেন , দৈনিক ৪টি কাজ অবশ্যই করা চাই, ১. প্রতিদিন তেলাওয়াত ২. প্রতিদিন দাওয়াতের মেহনত ৩.দৈনিক লম্বা সময় প্রাণ ভরে দোয়া করা। ৪.শেষ রাতে তাহাজ্জুদের এহতেমাম করা। . অন্য আরেক সময় বললেন, মাওলানা ৪টি কাজের এহতেমাম ছাড়া কখনো বুযুর্গি লাভ করা সম্ভব নয়, ১.তাকবিরে উলা ২. মেসওয়াক ৩.নফলিয়াতের এহতেমাম ৪.সকাল বিকাল তিন তাছবিহ আদায়। . আরো কিছু নসিহত শুনার আগ্রহ প্রকাশ করলে বললেন , বেটা ৪টি কারনে দ্বীনের উপর চলা সম্ভব হয়না , ১.বিলাসিতা ২.গাফলাতি ৩.লৌকিকতা ৪.সেচ্চাচারিতা . উলামাদের খাছ এক মজলিসে বললেন, চারটি জজবার কুরবানী না হলে দ্বীনের হাকীকত কখনো আসবে না, ১.আরামের জজবা ২.মালের জজবা ৩.বড়ত্বের জজবা ৪.খাহেশাতের