জেনে নিন কোন কাজ গুলো আপনার সাথে হলে বুঝবেন আপনার ওপর আল্লাহর রহমত নাযিল হচ্ছে…
22 টি কাজ নিম্নে দেওয়া হলো…
১. নিজের দোষ নিজে দেখতে পারলে।
২.নামাজ কোন কারনে কাজা হলে আপনার মন খারাপ লাগলে।
৩.নিজের কৃতকর্মের কথা, নিজের অতীত ভুলে মনে পরলে যদি আপনার চোখ দিয়ে পানি ঝরে।
৪.বাবা মায়ের খেদমত করতে পারলে এবং করতে পেরে নিজের মন খুশি হলে।
৫.পর্দা ছাড়া বাইরে যেতে মন না চাইলে ।
৬.খারাপ কাজ করতে গেলে যদি এই ভয়ে ছেড়ে দেন যে এটার জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে।আমার এই খারাপ কাছ থেকেও না দেখলেও আল্লাহ দেখছেন ।
৭.যৌবনকালে আল্লাহর ইবাদত করতে পারলে ।
৮.আল্লাহকে খুশি করার জন্য যদি কোন কাজ করতে পারেন ।
৯.দান সদকা করতে পারলে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য ।
১০.নামাজ পড়তে যদি আপনার খুব ভালো লাগে ।
১১.বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন এই ভেবে যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। দুখের পরে সুখ পাব ইনশাআল্লাহ ।
১২.যদি রমজান মাস তাকে কাজে লাগাতে পারেন ।
১৩.যদি আপনার মনের কথাগুলো আল্লাহকে বলতে ভালো লাগে ।
১৪.যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন ।
১৫.আল্লাহর ভয় যদি যিনা না করেন ।
১৬, গভীর রাতে ঘুমানোর আগে যদি দোয়া, সুরা, জিকির করতে ভালো লাগে ।
১৭.যদি আল্লাহর রাসূলের অপমানে আপনার মন কাঁদে ।
১৮.যদি অন্য মুসলমানের উপর অত্যাচার করলে আপনার মন কাঁদে, অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন ।
১৯.নিজের মধ্যে যেন অহংকার ভাবটা না থাকে ।
২০.আযানের জবাব দিতে পারলে ।
২১.যদি কোরআন হাদিসের কথা শুনতে আপনার ভালো লাগে ।
Comments
Post a Comment
আপনার ইতিবাচক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।