Skip to main content

Posts

Showing posts from February, 2022

যারা গান বাজনা শুনেন বা কানে ইয়ারফোনের মাধ্যমে শুনেন তাদের জন্য কিছু ভয়াবহ গুুত্বপূর্ণ কথা…

যারা গান বাজনা শুনেন বা কানে ইয়ারফোনের মাধ্যমে শুনেন তাদের জন্য কিছু ভয়াবয় গুুত্বপূর্ণ কথা…  ১| ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন’। ( বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত হা/৪৫০৩; বাংলা মিশকাত ৮ম খণ্ড হা/৪৩০৪) ২| আবু ওমামা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম।  (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০) নাফে‘ (রাঃ) থেকে বর্ণিতঃ একদা ইবনু ওমর (রাঃ) বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তাঁর দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে’ তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে ...

জেনে নিন কোন কাজ গুলো আপনার সাথে হলে বুঝবেন আপনার ওপর আল্লাহর রহমত নাযিল হচ্ছে…

জেনে নিন কোন কাজ গুলো আপনার সাথে হলে বুঝবেন আপনার ওপর আল্লাহর রহমত নাযিল হচ্ছে… 22 টি কাজ নিম্নে দেওয়া হলো… ১. নিজের দোষ নিজে দেখতে পারলে। ২.নামাজ কোন কারনে কাজা হলে আপনার মন খারাপ লাগলে। ৩.নিজের কৃতকর্মের কথা, নিজের অতীত ভুলে মনে পরলে যদি আপনার চোখ দিয়ে পানি ঝরে। ৪.বাবা মায়ের খেদমত করতে পারলে এবং করতে পেরে নিজের মন খুশি হলে। ৫.পর্দা ছাড়া বাইরে যেতে মন না চাইলে । ৬.খারাপ কাজ করতে গেলে যদি এই ভয়ে ছেড়ে দেন যে এটার জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে।আমার এই খারাপ কাছ থেকেও না দেখলেও আল্লাহ দেখছেন । ৭.যৌবনকালে আল্লাহর ইবাদত করতে পারলে । ৮.আল্লাহকে খুশি করার জন্য যদি কোন কাজ করতে পারেন । ৯.দান সদকা করতে পারলে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য । ১০.নামাজ পড়তে যদি আপনার খুব ভালো লাগে । ১১.বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন এই ভেবে যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। দুখের পরে সুখ পাব ইনশাআল্লাহ । ১২.যদি রমজান মাস তাকে কাজে লাগাতে পারেন । ১৩.যদি আপনার মনের কথাগুলো আল্লাহকে বলতে ভালো লাগে । ১৪.যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন । ১৫.আল্লাহর ভয় যদি যিনা না করেন । ১৬, গভীর রাতে ঘুমানোর আগে যদি দোয...

ফজরের নামাজ পড়লে আটটি জিনিস আপনার জন্য অপেক্ষমান, জেনে নিন…

  ফজরের নামাজ পড়লে আটটি জিনিস আপনার জন্য অপেক্ষমান, জেনে নিন… (১) ফজরের নামাজে দাড়ানো, সারা রাত দাড়িয়ে নামাজ পড়ার সমান। হাদীস : যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো । ’ (মুসলিম শরিফ) (২) ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। হাদীস:যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে।’ (মুসলিম ৬৫৭) (৩) সরাসরি জান্নাত প্রাপ্তি- হাদীস: ‘যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর।’ (বুখারী) (৪) রিজিকের বরকত আসবে- আল্লামা ইবনুল কাইয়িম রহ. বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাঁধা দেয়। কেননা তখন রিজিক বন্টন করা হয়। (৫) ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে- হাদীস: ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ।’ (তিরিমিযি) (৬) সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে- হাদীস: তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফ...

১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি…

  ১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি… কাফির বা কাফের (‎كافر - kafir‎‎) একটি আরবি শব্দ, যা আরবি কুফর ‎( ‎‏كفّار - kuffār‎‎) ধাতু থেকে আগত, যার শাব্দিক অর্থ হল ঢেকে রাখা, লুকিয়ে রাখা এবং এর ব্যবহারিক অর্থ হল অবাধ্যতা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা। ইসলামী শরীয়তের পরিভাষায় কুফর ঈমানের বিপরীত। আর তা হল আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না রাখা, চাই তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হোক কিংবা না হোক, বরং তা যদি সন্দেহ ও সংশয় প্রসূতও হয়ে থাকে, কিংবা ঈর্ষা ও অহংকারবশতঃ বা রিসালাতের অনুসরণ থেকে ফিরিয়ে রাখে এমন কোনো প্রবৃত্তির অনুকরণবশতঃ ঈমান থেকে দূরে সরে থাকার কারণেও হয়ে থাকে। কুফরী বাক্য গুলো নিম্ন রূপ: ১. আল্লাহও লাগে ইল্লাও লাগে। ২.তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী) ৩.কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?) ৪.মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? (মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ) ৫.মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। (এটি ইসলামের নামে কটুক্তি করা) ৬.লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা। (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইস...