নতুন এই নির্দেশনা আগামী ১৭ অক্টোবর থেকে কার্যকর করা হবে
ওমরাহ হজে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনায় সৌদি আরব কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার কথা বলেছে। এবার তারা জমায়েতের অনুমতি দিয়েছে। পাশাপাশি যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক থাকছে না। নতুন এই নির্দেশনা আগামী ১৭ অক্টোবর থেকে কার্যকর করা হবে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক পরতে হবে। মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পড়তে হবে।
ওমরাহ, নামাজ, জিয়ারতের জন্য আগের মতোই ওমরাহ কোম্পানি থেকে তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মহামারির ওপর নির্ভর করে নিয়মগুলো পরিবর্তিত হতে পারে। তবে স্থানীয় সংক্রমণের হারের ওপর নির্ভর করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়ম প্রয়োগ করা যেতে পারে।
আওয়ার ওয়ার্ল্ড ইন এর তথ্যানুসারে, দেশটির জনসংখ্যার প্রায় ৬৭% কোভিড -১৯ এর টিকা দেওয়া হয়েছে
Comments
Post a Comment
আপনার ইতিবাচক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।