সন্তানের প্রতি হযরত লুকমানের অমূল্য উপদেশ ১. দুনিয়া একটি গভীর সমুদ্রের মতো; যাতে বহু লোক ডুবে আছে। তুমি দুনিয়ার ঐ সমুদ্রে তাকওয়াকে কিস্তি বানাবে, যাতে ঈমান বোঝাই থাকবে; যার পাল হবে আল্লাহর ওপর তাওয়াক্কুল। তাহলে হতে পারে তুমি ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে; অন্যথায় তুমিও রেহাই পাবে না। ২. যার নফস তার নিজের জন্য উপদেশকারী হবে সে আল্লাহর হেফাজতে থাকবে। যে নিজে মানুষের মাঝে ইনসাফ করে আল্লাহ তার ইজ্জত বৃদ্ধি করেন। আল্লাহর আনুগত্য করতে গিয়ে যে পরিমাণ অপদস্ত হয় আল্লাহ তার সেই পরিমাণ ইজ্জত বাড়িয়ে দেন। ৩. সন্তানকে আদব-আখলাক শিক্ষা দেওয়ার জন্য প্রহার করা এমন জরুরি যেমন জমির জন্য পনি। ৪. বৎস! ঋণ করা থেকে বিরত থাকো; কারণ ঋণ দিনে আনে অপমান রাতে আনে পেরেশান। ৫. বৎস! আল্লাহর ওপর এতো বেশি আশা রাখো যাতে নাফরমানির কারণে ধরা না খাও। আর তাঁকে এতো বেশি ভয় করো যাতে রহমত থেকে নিরাশ না করে। ৬. যে ব্যক্তি মিথ্যা বলে তার চেহারা থেকে সৌন্দর্য চলে যায়। যার চরিত্র নষ্ট হয়ে যায় তার পেরেশানি বেড়ে যায় এবং বিরাট পাথর সরানো অনেক সহজ অবুঝকে বুঝানোর চেয়ে। ৭. বৎস! আমি বড় পাথর, লোহা এবং অসম্ভব ভারি জিনিসের বোঝা বহন করেছি...