Skip to main content

Posts

Showing posts from November, 2021

পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এসএসসি পরীক্ষার্থি

  পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এসএসসি পরীক্ষার্থি পিকচার কালেক্ট এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলেই মৃত্যু হয়েছে এক পরীক্ষার্থীর। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম প্রপারলি হাগিদক (১৭)। সে উপজেলার মধুকুড়া গ্রামের সন্তোষ স্রংয়ের মেয়ে। উপজেলার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন । বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ স্রং । তিনি জানান, গতকাল একজন এসএসসি পরীক্ষার্থী হলে এসে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স থেকে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার প্রায় শেষপর্যায়ে আবারো সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা রক্তশূন্যতা থেকে তার মৃত্যু হয়েছে। আরো অনেক পরীক্ষার হলে এরকম ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সাড়ে ৬ কোটির বেশি হাফেজ রয়েছে সারা বিশ্বে

  সাড়ে ৬ কোটির বেশি হাফেজ রয়েছে সারাবিশ্বে ছবি সংগৃহীত হাফেজ বলতে ইতি মধ্যে সবারই জানা আছে।হাফেজ বলতে বুঝানো হয়, যার সমস্ত কোরআন মুখস্থ আছে। সারাবিশ্বে হাফেজে কোরআনদের বেশ সম্মানের চোখে দেখা হয়, সম্মান করা হয়। কোরআন ব্যাতীত পৃথিবীতে আর কোনো বই কী আছে, যার শুরু থেকে শেষ অবধি কেউ মুখস্থ করেছেন? মনে হয় নেই, কারণ তা সম্ভব নয়। কিন্তু বিশ্বে পবিত্র কোরআনের সাড়ে ৬ কোটিরও বেশি সংখ্যক হাফেজ রয়েছেন বলে জানিয়েছে একটি জরিপ সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এটা একটি মতামতভিত্তিক জরিপ। জরিপের ফলাফল প্রকাশের সময় সংস্থাটি আরও জানিয়েছে। প্রতিদিন এ সংখ্যা বেড়ে চলেছে। আর এমন মানুষ আছেন, যারা কোরআন মুখস্থ করেছেন, কিন্তু প্রকাশ করেননি। ৪-৫ বছর বয়সের শিশু থেকে শুরু করে, নারী, যুবক, অন্ধ এমনকি বৃদ্ধরাও ত্রিশপারার বিশাল কিতাব পুরোপুরি মুখস্থ করেছেন, অনেক অমুসলিমও কোরআন মুখস্থ করেছেন। কোরআন ব্যতীত এমন নজির আর আছে কি? এটা আল্লাহর কালাম কোরআনের অলৌকিকতা আর কী হতে পারে? পৃথিবীর সমস্ত ছাপা কোরআন, রেকর্ড, ক্যাসেট, হার্ডডিস্ক ইত্যাদি ধ্বংস করে ফেললেও এর কপি হাফেজদের কাছ থেকে সহজেই পাওয়া যাবে। অন্যকোনো গ্রন্থের এমনটি অ...

আবার চালু হতে যাচ্ছে মেগাবাইট ছাড়া ফেসবুক আর মেসেঞ্জার, পাঠানো যাবে ফ্রি টেক্সট ছবি ব্যতীত

আবার চালু হতে যাচ্ছে মেগাবাইট  ছাড়া ফেসবুক  আর মেসেঞ্জার, পাঠানো যাবে ফ্রি টেক্সট ছবি ব্যতীত শুরু হতে যাচ্ছে,  মোবাইলে মেগাবাইট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক আর মেসেঞ্জার ব্যবহার করে টেক্সট পাঠানো যাবে।কিন্তু কোনো প্রকার ছবি পাঠানো যাবে নাহ। এ সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক , মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি। পাশাপাশি ফোনের ব্যাপক ব্যাবহার যোগ্য অ্যাপস ফেসবুক লাইট & অফিসিয়াল ফেসবুক ফ্রি তেই চালানো যাবে।এবং মেসেঞ্জার এ টেক্সট করা যাবে কিন্তু ছবি আদান প্রদান করা যাবে নাহ। মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থা...

২০২২ সালের এসএসসি হবে এপ্রিলে এবং এইচএসসি হবে জুনে…

২০২২ সালের  এসএসসি হবে  এপ্রিলে এবং এইচএসসি হবে জুনে…  আগামী ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। দুটি পরীক্ষাই হবে সীমিত বা সংক্ষিপ্ত সিলেবাসে। এছাড়া চলতি বছরের মতোই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রম্নপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য বিষয়গুলো অ্যাসাইমেন্টভিত্তিক মূল্যায়ন করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, আগামী বছরের শুরুতেই গ্রম্নপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দেওয়া হবে এবং তারই ভিত্তিতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। পুনর্বিন্যাসকৃত সিলেবাস শেষ করেই এপ্রিলে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এবং ঢাকা বোর্ড সচিব তপন কুমার সরকার মঙ্গলবার যায়যায়াদিনকে বলেন, নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি এবং স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলবে। ফেব্রম্নয়ারিতে তাই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এছাড়া পরীক্ষার আগ...