আপনার মাঝে যে কাজ গুলো থাকলে নিজেকে ব্যক্তিত্ববান মানুষ হিসাবে বুঝবেন… কাজ গুলো হচ্ছে: ১/ আগে সালাম দিন। ২/ হাঁসিমুখে কথা বলুন। ৩/ শুনুন বেশি, বলুন কম। ৪/ তামাসার ছলেও মিথ্যা বলবেন না। ৫/ কথা দিলে কথা রাখার চেষ্টা করুন। ৬/ ভুল হলে বিনয়ের সাথে সরি বলুন। ৭/ অকারণে হাঁসবেন না। ৮/ ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন। ৯/ আগে অন্যের কথা শুনুন, পরে নিজে বলুন। ১০/ অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। ১১/ কারো কাছে শ্রেষ্টত্ব প্রকাশ করবেন না। ১২/ রাগ নিয়ন্ত্রণে রাখুন। ১৩/ কেউ ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখুন। ১৪/ ছোট বড় সবাইকে সম্মান করুন। ১৫/ পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন। ১৬/ পারলে খাওয়ান, জোর করে খাবেন না। ১৭/ খাবার সামনে এলে আগে অন্যকে দিন। ১৮/ মুখ ও শরীর দুর্গন্ধ মুক্ত রাখুন। ১৯/ চরিত্র সুন্দর রাখুন। ২০/ নিজেকে সবসময় ছোট ভাবুন, ব্যবহারে নম্রতা দেখান । উপরোক্ত কাজ গুলো আপনার মাঝে থাকলে আপনি একজন আসল ব্যাক্তিত্ববান মানুষ… এই কাজ গুলো শুধু ব্যাক্তিত্ববান কেই প্রকাশ করে নাহ, এগুলো দ্বারা আপনি মানুষ এবং আল্লাহর কাছে প্রিয় এক...